মেয়ের বাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের - Bangla Hunt

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের

By Bangla Hunt Desk - March 11, 2022

মালদা, ১১ মার্চঃ মেয়ের বাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার আটমাইল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় মানুষের দেখতে পেয়ে সকলের সহযোগিতায় ওই ব্যক্তিকে মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রহল্লাদ সরকারৎ(৫৮)। তার বাড়ি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে সাইকেল করে মেয়ের বাড়ি গিয়েছিলেন ওই ব্যক্তি। ফেরার সময় জাতীয় সড়কের কোন একটি গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে তার দেহ উদ্ধার হয় জাতীয় সড়কের ধারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর