

বাংলাহান্ট ডেক্সঃ বিধানসভায় এবার বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লখিমপুর খয়েরি প্রসঙ্গ টেনে তিনি এদিন বিজেপিকে বলেন, “আমরা গাড়ী চাপা দিয়ে হত্যা করি না”, মুখ্যমন্ত্রী বলেন, আমরা কৃষকদের পাশেই রয়েছি, কৃষকরা বাংলার পাশেই রয়েছে”।
আরো পড়ুন- প্রেসিডেন্সিতে পড়ুয়ারা অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
আজ বিধানসভায় হট্টগোলের মধ্যে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন। হট্টগোলের মধ্যে তিনি তার বক্তব্য এখনো পর্যন্ত থামেননি। তিনি যখনই কেন্দ্রীয় সরকার বা বিজেপি কে আক্রমণ করে কোন লাইন বলছেন তখনই এই উত্তেজনা বা হট্টগোল আরো অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে । এবং মোদি মোদি স্লোগান বা জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপি বিধায়ক তুমুল বিক্ষোভ দেখাচ্ছে। এরমাঝে মুখ্যমন্ত্রী যে ক’টি কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল, সম্প্রতি যে ১০৮ ট পৌরসভা নির্বাচন হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফল। একইসঙ্গে এ দিন বিজেপি-কে আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে পাল্টা বলতে শোনা গিয়েছে, কৃষকদের কে তারা গাড়ি চাপা দিয়ে হত্যা করে না। বরং বাংলার কৃষকদের পাশে রাজ্য সরকার রয়েছে।
এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছ থেকে কোন সাহায্য পাওয়া যায় না, কেন্দ্রের কাছে ৯০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তাঁর অভিযোগ দেশটাকে সর্বনাশ করে দিয়েছে বিজেপি। তিনি বলেন বিজেপি বারবার বলেছিল ২০০ আসন পার করবে। কিন্তু আগামী দিনে বিজেপি পগার পার হবে। তৃণমূলের সাথে লড়াই অত সহজ নয়। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।
বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার শিল্প চায়, ওরা চায় দুর্ভিক্ষ, আগামীদিনের রাজ্যের মূল লক্ষ্য কর্মসংস্থান। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কিভাবে কাজ করেছে সেটাও তিনি উল্লেখ করেন।
তবে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রত্যেক কথায় বিজেপি বিধায়করা তারা তাদের স্লোগান থামান নি। তারা উচ্চস্বরে মোদি মোদি স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান দিয়েই চলেছেন।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স