এ বছর বসন্ত উৎসব বাতিল শান্তিনিকেতনে! - Bangla Hunt

এ বছর বসন্ত উৎসব বাতিল শান্তিনিকেতনে!

By Bangla Hunt Desk - March 06, 2020

প্রতিবছরই দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব পালন করা হয় শান্তিনিকেতনে। রাজ্য দেশ-বিদেশ থেকে লাখো লাখো মানুষ আসেন এই বসন্ত উৎসবে যোগ দিতে। কিন্তু এবছর আর শান্তিনিকেতনে বসন্ত উৎসব করা হবে না। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কের ছায়া এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবে। যার জেরে এ বছর অনুষ্ঠিত হবেনা শান্তিনিকেতনে বসন্ত উৎসব।

বসন্ত উৎসবে শান্তিনিকেতনে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ উৎসবে ভাগ নিতে আসে। তার বাইরে থেকে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যদি উৎসবে অংশগ্রহণ করে তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই ইউজিসির তরফ থেকে বিশ্বভারতীকে একটি নির্দেশিকা জারি করা হয়।

এদিন সেই নির্দেশিকা অনুযায়ী বিশ্বভারতী EC মিটিং এর আয়োজন করে। মিটিংয়ে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ও অন্যান্য কর্তৃপক্ষ, রাষ্ট্রপতির পক্ষ থেকে বিশ্বভারতীর প্রতিনিধি সুশোভন ব্যানার্জি। মিটিং শেষে বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়, পৌষ মেলার মাঠে অনুষ্ঠিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব এবছর বাতিল করা হলো।

বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, “সরকারের ব্যবস্থাপনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তবে গত পাঁচ তারিখে ইউজিসির তরফ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে যাতে কোন প্রকার বেশি লোকের সমাগম এখানে না করা হয় উৎসবে । আর সেই নির্দেশিকা অনুযায়ী এই বছরের হোলির দিনে যে বসন্ত উৎসব হয় তা স্থগিত রাখছি। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ কমলে, পরে বসন্ত উৎসব করা যায় কিনা তা ভেবে দেখব।”

এদিকে বসন্ত উৎসব স্থগিত হওয়ায় খুচরো ব্যবসায়ী ,হোটেল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীদের মাথায় হাত। বসন্ত উৎসব কে কেন্দ্র করে তাদের ব্যবসা জমে ওঠে।এই উৎসবকে কেন্দ্র করে তারা ব্যবসার মাধ্যমে কিছু মুনাফা অর্জন করেন কিন্তু এবছর আর তা হয়ে উঠবে না।

এদিকে রাজ্য সরকারেরও বসন্ত উৎসব না হওয়ায় লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে। বসন্ত উৎসব এর যাবতীয় খরচ বিশ্বভারতীয ও রাজ্য সরকার বহন করে। রাজ্য সরকার বসন্ত উৎসবের মঞ্চ তৈরি, ব্যারিকেড ও অন্যান্য প্রস্তুতির জন্য এখনো পর্যন্ত প্রায় 80 লক্ষ টাকা খরচ করেছে। তাই বসন্ত উৎসব বাতিল হওয়ায় রাজ্য সরকার ক্ষতির সম্মুখীন হল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর