বঙ্গ বিজেপিতে ডামাডোল! দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে লকেট, অস্বস্তিতে রাজ্য বিজেপি - Bangla Hunt

বঙ্গ বিজেপিতে ডামাডোল! দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে লকেট, অস্বস্তিতে রাজ্য বিজেপি

By Bangla Hunt Desk - March 07, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বঙ্গ বিজেপিতে ডামাডোল। এবার দলের ‘বিক্ষুদ্ধ’‌ নেতাদের সঙ্গে সোমবার বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায়। কারণ রাজ্য বিধানসভায় দলের শোচনীয় ফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। তাই তারপরই তাঁকে সাইড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই বৈঠকের পর ২ দিন কাটতে না কাটতেই দলের বিক্ষুব্ধ শিবিরের বৈঠকে হাজির লকেট চট্টোপাধ্য়ায়। ওই বৈঠকে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদাররা।

আরো পড়ুন- বৌমা মাধ্যমিক পরীক্ষা দেবে শুনে শ্বশুরবাড়ির বাধা! প্রশাসনের তৎপরতায় খুলল দরজা

বিজেপির চিন্তন বৈঠকে দলের বিরুদ্ধে সবচেয়ে সরব হয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। তাঁর বক্তব্য ছিল কোটার ভিত্তিতে নেতা বেছেই দলের এই শোচনীয় ফল। এছড়াও নেতৃত্ব সম্পর্কে বেশকিছু প্রশ্ন তুলে দলকে অস্বস্তিতে ফেলে দেন। ওই বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্যস্তরের অধিকাংশ নেতা উপস্থিত থাকলেও ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার কলকাতায় কোনও এক গোপন জায়গায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ছাড়াও সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নতুন রাজ্য কমিটিতে এই চার নেতাই বাদ পড়েছেন। কমিটি নিয়ে ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন জয়প্রকাশ ও রীতেশ। বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য তাঁরা দায়ী করেন বর্তমান নেতৃত্বকে। দল সাসপেন্ড করে ওই দুজনকে।

এবার দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিক্ষুব্ধদের সমর্থনে আসরে নামেন। তিনি বলেন, এই নেতাদের ডেকে কথা বলা উচিত রাজ্য নেতৃত্বের। পুরভোটে বিপর্যয়ের পর লকেট টুইটে আত্মসমীক্ষার কথা বলে বিতর্ক উস্কে দেন। শনিবার দলের চিন্তন বৈঠকেও লকেট ক্ষমতাসীন নেতৃত্বের সমালোচনা করেন। সেখানে দিলীপ ঘোষ মন্তব্য করেন, আত্মসমীক্ষা সকলেরই করা উচিত। যাঁরা ময়দানে নেমে কাজ করেননি, তাঁদের মুখে বড় বড় কথা শোভা পায় না।

এখন যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় নেতৃত্ব যদি হস্তক্ষেপ না করে তাহলে বঙ্গ–বিজেপি ভেঙে দু’‌টুকরো হয়ে ভেঙে পড়বে। এখন যা অদৃশ্যভাবে রয়েছে সেটাই প্রকাশ্যে চলে আসবে। তাই লকেট চট্টোপাধ্যায়ের বৈঠক নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এই বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনও কথাও বলতে নারাজ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর