Russia Ukraine War : ইউক্রেনে রুশ বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মুত্যু, বাড়ছে আশঙ্কা - Bangla Hunt

Russia Ukraine War : ইউক্রেনে রুশ বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মুত্যু, বাড়ছে আশঙ্কা

By Bangla Hunt Desk - March 01, 2022

খারকিভঃ ইউক্রেনে রুশ বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মুত্যু। এমনই জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। মন্ত্রকের তরফে নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে প্রথম ভারতীয় নাগরিকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডাক্তারি পড়ুয়া ছাত্রের নাম নবীন কুমার, কর্ণাটকের বাসিন্দা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে আজ সকালে ইউক্রেনের খারকিভে এক ভারতীয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “আমরা গভীর দুঃখের সাথে নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভ বোমা হামলায় একজন ভারতীয় ছাত্র নিহত হয়েছে।” মন্ত্রক ভারতীয় ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ হানায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের সবথেকে বড় সরকারি ভবনও উড়িয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত কিভ ছাড়ার জন্য ছাত্র-সহ ভারতীয়দের অনুরোধ করা হয়। ট্রেনে বা যে কোনও ভাবে কিভ ছাড়তে বলা হয়।

প্রসঙ্গত, বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার। এমনই আশঙ্কা করা করা হচ্ছে। ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রুশ সেনা, উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। আকাশ ও জলপথেও হামলার আশঙ্কা। কিভের নাগরিকদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর