'একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়', পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের - Bangla Hunt

‘একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়’, পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

By Bangla Hunt Desk - February 04, 2022

বাংলাহান্ট ডেক্সঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দার্জিলিংয়ের প্রার্থীতালিকা পরে ঘোষিত হবে। ১০৮ পুরসভার প্রার্থীতালিকায় নেই কোনও বিধায়ক। কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে’

আরো পড়ুন- মৃত্যুর সময় গীতা পাঠ করে শোনানো হয় কেন?

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, ‘একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। নবীন-প্রবীণের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। কোনও বিধায়ক পুরভোটে লড়ছে না। ১০৮ পুরসভার কোথাও কোনও বিধায়ক লড়ছেন না। সকলের সঙ্গে পর্যালোচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।’

এরই পাশাপাশি পার্থ চ্যাটার্জি বলেন, ‘যাঁরা প্রার্থী হতে পারেননি তাঁদের কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন ফার্স্ট বয় একজনই হয়। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। মমতা ব্যানার্জির হাত শক্ত করতে একসঙ্গে কাজ করুন।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর