Hero Alam : বাংলাদেশে আর নয়, এ বার কলকাতায় সিনেমা বানাব! ঘোষণা হিরো আলমের - Bangla Hunt

Hero Alam : বাংলাদেশে আর নয়, এ বার কলকাতায় সিনেমা বানাব! ঘোষণা হিরো আলমের

By Bangla Hunt Desk - February 03, 2022

বাংলাহান্ট ডেক্সঃ হিরো আলম (Hero Alam) মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ার স্টার হিরো আলম। তা বেসুরো গান হোক, কিংবা তাঁর সিনেমা। এসব নিয়ে হিরো আলমকে রসিকতা করতে ছাড়েন না কেউই। কিন্তু এবার চরম চরম অপমানিত হয়েছেন হিরো আলম! তাই বুধবার ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বলেন, ” বাংলাদেশে আর কোন সিনেমা বানাব না। বদলে কলকাতায় সিনেমা বানাব। ”

আরো পড়ুন- কলেজ খোলার প্রথম দিনেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চুলোচুলিতে জড়ালেন ছাত্রীরা

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল হিরো আলম ?

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এ বছর বিস্তর জলঘোলা। জায়েদ খান-নিপুণ-পপি বিতর্কের শুরু এই নির্বাচনকে কেন্দ্র করেই। নির্বাচনে বিশেষ পদে ১৩ ভোটে জায়েদ জিতেছেন নিজের প্রভাব খাটিয়ে, এমনই অভিযোগ নায়িকা নিপুণের। সেই রেশ কাটার আগেই এ বার তোপ দাগলেন বাংলাদেশের আরও এক প্রথম সারির প্রযোজক-অভিনেতা হিরো আলম। বুধবার রাতে তাঁর ঘোষণা, ‘‘সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছি।

Hero Alam

বুধবার রাতে তাঁর ঘোষণা, ‘‘সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে আর কোনও সিনেমা বানাব না। বদলে কলকাতায় সিনেমা বানাব। সেখানকার শিল্পীদের নিয়ে কাজ করব।’’

Hero Alam

সোশাল মিডিয়া স্টার হিরো আলম জানালেন, ”আমি আর এফডিসিতে যাব না। ওখানে গিয়ে বার বার অপমানিত হচ্ছি। আমার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির এমন আচরণ আর মেনে নিতে পারছি না। আমি পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি। তবে আর করব না। আমাকে ওরা অত্যাচার, অপমান করে চলেছে।” এমনকী, অভিনেতার অভিযোগ, তাঁকে ‘বাঁদর’ বলেও অপমান করা হয়েছে।

হিরো আলমের অভিযোগের তির পরিচালক শাহিন সুমনের দিকে। তাঁর অভিযোগ, শাহিন সুমন তাঁকে কুৎসিত বলে অপমান করেছেন। শুধু তাই নয়, এফডিসি থেকে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগও করেছেন হিরো আলম।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর