বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ - Bangla Hunt

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

By Bangla Hunt Desk - February 03, 2022

মালদা , ৩ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। বুধবার রাতে ষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হাসানুজ্জামান। তার বাড়ি কমলপুর বাবলা এলাকায়। এদিন রাতে মোথাবাড়ি এলাকার একটি সরকারি লাইসেন্সী মদের দোকানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। এরপর রাতে নজরদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর