কলেজ খোলার প্রথম দিনেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চুলোচুলিতে জড়ালেন ছাত্রীরা - Bangla Hunt

কলেজ খোলার প্রথম দিনেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চুলোচুলিতে জড়ালেন ছাত্রীরা

By Bangla Hunt Desk - February 03, 2022

বাংলাহান্ট ডেক্সঃ কলেজ খোলার প্রথম দিনেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ালেন ছাত্রীরা। সরস্বতী পূজার দায়িত্ব কে বা করা নেবে সেটা নিয়ে কলেজের ভেতরে পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দল ছাত্রী। যাকে এক কথায় বলে চুলোচুলি। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে হাওড়ার লালবাবা কলেজে। অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন- UP Election : টিকিট মেলেনি, উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের সাংসদ দখল নিয়ে হাওড়ার দুই তৃণমূল কংগ্রেসের নেতার দু’টি আলাদা আলাদা লবি লালবাবা কলেজে সক্রিয়। তাঁদের অনুসরণকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা লড়াই থাকলেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে লড়াইটা একেবারেই সামনে চলে এসেছে।

নিগৃহীতা ছাত্রী আগমনী জানিয়েছেন, এদিন ক্লাস শেষে তিনি যখন যাচ্ছিলেন তখন তাঁকে কলেজের এক ইউনিট মেম্বার চড় মারে। এরপর আরও চার থেকে পাঁচজন ছাত্রী তাঁকে মারধর করে বলে আগমনীর অভিযোগ। তাঁর অভিযোগ, হামলাকারীরা মারধরের সময় জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান মণ্ডলের নাম নিয়ে জানান, তুফান তাঁদের সঙ্গে আছেন।

যদিও তুফানের দাবি, তিনি কাউকে কোনও গোলমাল করতে শিখিয়ে দেননি। পাশাপাশি, হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কোনও আলাদা আলাদা লবি নেই বলেও দাবি করেন তুফান।

কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বুধবারই তিনি সকলের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন সকলকে একসঙ্গে পুজো করতে হবে। কিন্তু তারপরেও এই গোলমাল নিয়ে অধ্যক্ষ বলেন, ‘পুলিশের কাছে আমি অভিযোগ করেছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর