Union Budget 2022 : বাজেটে কিসের দাম কমল? কিসের দাম বাড়ল? জনগনের আশা কি পূরণ হল, জেনে নিন - Bangla Hunt

Union Budget 2022 : বাজেটে কিসের দাম কমল? কিসের দাম বাড়ল? জনগনের আশা কি পূরণ হল, জেনে নিন

By Bangla Hunt Desk - February 01, 2022

বাংলাহান্ট ডেক্সঃ সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে দুটো বিষয় নিয়েই আগ্রহ তুঙ্গে। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কিনা আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বা বাড়ল দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিলল না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত। তবে শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। একই ভাবে দাম বেড়েওছে বেশ কিছু দ্রব্যের। সেগুলি কী কী? জেনে নিন—

আরো পড়ুন- আলিপুর জেলে রং-তুলিতে স্বাধীনতা সংগ্রামের কাহিনি ফুটিয়ে তুলবেন বাংলার ১০ জন শিল্পী, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

দাম কমছে-

    সস্তা হচ্ছে মোবাইল।

    কমছে চার্জারের দাম।

    কৃষি যন্ত্রপাতির দামও কমবে।

    কেন্দ্রীয় বাজেটে দাম কমতে চলেছে পোশাকের।

    পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমবে হিরে এবং হিরের গহনার।

    দাম কমেছে গ্রহরত্নেরও।

    সস্তা হচ্ছে চামড়াজাত দ্রব্য। ফলে দাম কমবে চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির।

    পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।

    দাম কমছে ইমিটেশনের গহনার।

    সস্তা হবে বিদেশ থেকে আনা যন্ত্রপাতিও।

দাম বাড়ছে-

    দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের। ফলে স্টিলের বাসনের দামও বাড়বে।

    বাড়ছে বিদেশ থেকে আনা ছাতার দামও।

    একনজরে বাজেট ২০২২

      ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান

      আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে

      প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি

      চলতি বছরই শুরু 5G পরিষেবা

      দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা

      দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI

      রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল

      ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন

      ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা

      পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল

      জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ

      চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা

      সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর