সাতসকালে কোচবিহারে চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলুস্থুল কোচবিহারে - Bangla Hunt

সাতসকালে কোচবিহারে চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলুস্থুল কোচবিহারে

By Bangla Hunt Desk - January 27, 2022

নিউজ ডেস্কঃ সাতসকালে কোচবিহারে চিতাবাঘের আতঙ্ক, ফের লোকালয়ে চলে এলো চিতা বাঘ। জলপাইগুড়ি এই আতঙ্ক কাটিয়ে ওঠার পরই কোচবিহারে এখন চিতা বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে লোকালয়ের একটি বাড়িতে ঢুকে পড়ে চিতা বাঘটি। তার জেরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। চিতাবাঘকে খাঁচাবন্দি করতে চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন- ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ডাক নাও পেতে পারেন বিজেপি থেকে তৃনমূলে আসা বিধায়করা

কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দেখা মিলেছে চিতাবাঘের। চিতাবাঘটি প্রথমে দেখতে পান মনোজ সরকার।

বৃহস্পতিবার মনোজবাবু ঘুম চোখে শৌচাগার যাচ্ছিলেন। হঠাৎ সামনে কিছু দেখে থমকে যান। তারপর যা দেখলেন তাতে তাঁর ঘুম উড়ে যায়। তারা খেয়ে বাড়িতে ঢুকে যায় চিতাবাঘ টি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্রে খবর। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর