গোপন সূত্রে খবর পেয়ে ৫ জনের ডাকাতদল কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ - Bangla Hunt

গোপন সূত্রে খবর পেয়ে ৫ জনের ডাকাতদল কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ

By Bangla Hunt Desk - January 22, 2022

মালদাঃ- গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ গীতা মোড়ে পাওয়ার হাউস এর বিপরীতে একটি আমবাগান থেকে, এই ৫ জনের ডাকাতদল কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।।

পুলিশ জানিয়েছে এরা ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল। এবং পুলিশ তাঁদের হাতেনাতে ধরে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, একটি হোন্ডা কোম্পানির স্কুটার, টিভিএস কোম্পানির আরটিআর অ্যাপাচি বাইক।

প্রাথমিক তদন্তে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, লোহার রড শাবল দড়ি এবং লঙ্কার গুঁড়ো । পুলিশ সুত্রে জানিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা এলাকায়।
ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।এই ঘটনা সাথে আর কেউ জরিত আচে কিনা তানিয়ে তদন্তে শুরু করাহয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর