সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, চার সপ্তাহ নয় শুক্রবারে করতে হবে শুনানি! - Bangla Hunt

সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, চার সপ্তাহ নয় শুক্রবারে করতে হবে শুনানি!

By Bangla Hunt Desk - March 05, 2020

দিল্লির হিংসার ঘটনায় দিল্লি হাইকোর্ট প্রধান বিচাপতি এস মুরলীধর দিল্লি পুশিল কে ভৎসনা করে এবং অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রাদের উস্কানিমূলক বক্তব্যের তদন্ত করার নির্দেশ দেন। তারপর বিচাপতি এস মুরলীধর পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে বদলি করে দেওয়া হয়।

দিল্লি হাইকোর্ট এর নতুন বিচারপতি এসে মামলার শুনানি এক মাস পিছিয়ে দেয় । এদিন সুপ্রিমকোর্ট দিল্লি হাইকোর্টকে জানিয়ে দেয়,চার সপ্তাহ নয় শুক্রবারে অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রাদের মামলার শুনানি করার পরামর্শ দেয়।

দিল্লির হিংসার ঘটনায় এবার সুপ্রিমকোর্ট এ ধাক্কা খেলো কেন্দ্র। সুপ্রিমকোর্টের এই রায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর