শিক্ষায় পিছিয়ে পড়ছে বাংলা! সর্বভারতীয় তালিকায় শিক্ষা-নিরিক্ষে পশ্চিমবঙ্গ পিছিয়ে - Bangla Hunt

শিক্ষায় পিছিয়ে পড়ছে বাংলা! সর্বভারতীয় তালিকায় শিক্ষা-নিরিক্ষে পশ্চিমবঙ্গ পিছিয়ে

By Bangla Hunt Desk - January 18, 2022

নিউজ ডেক্সঃ করোনা মহামারির কারনে সারা দেশে শিক্ষার যে অভূতপূর্ব ক্ষতি হয়েছে তা নিয়ে কমবেশি উদ্বিগ্ন সবাই। এই মুহূর্তে পঠন পাঠনকে কোভিডের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এক কঠিন চ্যালেঞ্জের বিষয়ে। সর্বভারতীয় তালিকায় শিক্ষা-নিরিক্ষে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে? পরিসংখ্যানে চোখ বোলালে সত্যিই লজ্জা পেতে হয়। পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষার রূঢ় সত্যটি হল কোভিডের ধাক্কার আগেও এ রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে পারেনি, অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে থেকেছে। তার সঙ্গে যদি এখন অতিমারির ক্ষতিকে একত্রে দেখি, তা হলে সঙ্কটের গভীরতার প্রকৃত ছবিটি পাওয়া যাবে।

আরো পড়ুন- মুখে মাক্স নেই কেন? এবার পুলিশকর্মীকে মারতে মারতে গাড়িতে তুলল দেগঙ্গা থানার পুলিশ

উচ্চ-প্রাথমিক থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষা সম্পূর্ণ করছে কত জন, তার পরিসংখ্যান থেকে কিছু উদ্বেগজনক প্রবণতা লক্ষ করা যায়। কিন্তু তা আলোচনায় আসেনি তেমন।

আমাদের দুর্ভাগ্য এরাজ্যে শিক্ষক নিয়োগ বা বদলি-সংক্রান্ত খবর সংবাদ-পরিসরকে যতটা সরগরম রাখে, শিক্ষা ও শিক্ষণ ততটা নয়, শিক্ষার সর্বজনীনতা তো নয়ই।

এ রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলছুটের সংখ্যা কমেছে অতি ধীরে, অধিকাংশ রাজ্য বা সর্বভারতীয় গড়ের তুলনায়।

জাতীয় নমুনা সমীক্ষার (সংক্ষেপে, এনএসএস) পরিসংখ্যানকে যথেষ্ট নির্ভরশীল সূত্র বলেই ওয়াকিবহাল মহল জানে। ২০১৭-১৮ সালে করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ১৫ বছর বা তার বেশি বয়সের পুরুষদের মধ্যে মাত্র ৩৩.৫ শতাংশের মাধ্যমিক বা উচ্চতর ডিগ্রি আছে। যা শুধু সর্বভারতীয় গড়ের থেকে কম তা-ই নয়, যে কোনও রাজ্যের থেকে নীচে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের থেকেও খারাপ অবস্থা এই বাংলার।

একাদশ বা দ্বাদশে যত ছাত্রছাত্রী বিদ্যালয়ে নথিভুক্ত আছে সেই সংখ্যাকে রাজ্যে ১৬-১৭ বয়সিদের মোট সংখ্যার শতাংশ হিসাবে দেখলে যা পাব, তাকে বলে ‘গ্রস এনরোলমেন্ট রেশিয়ো’, সংক্ষেপে জিইআর। উল্লিখিত এনএসএস-এর তথ্য থেকেই পাচ্ছি পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে জিইআর ৫৪.৪ শতাংশ। আর গোটা দেশে? ৭০.৩ শতাংশ।

২০১৯-২০’র অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন দেখাচ্ছে, সমগ্র ভারতে উচ্চশিক্ষায় পুরুষদের জিইআর যেখানে ২৬.৯ শতাংশ, পশ্চিমবঙ্গে তা ২০.৩ শতাংশ, নীচের দিক থেকে চার নম্বরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর