করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স - Bangla Hunt

করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

By Bangla Hunt Desk - January 16, 2022

মালদা,১৬ জানুয়ারি : করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স।

আরো পড়ুন- চাকরি না পেয়ে আত্মঘাতী মেধাবী পড়ুয়া, রাজ্যের অপদার্থতা ও উদাসীনতার প্রতিবাদ বাম ছাত্র-যুবদের

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় সবজি বাজার, নেতাজি পৌরবাজার, নেতাজি কমের্সিয়াল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন বিভিন্ন জায়গায়। উপস্থিত ছিলেন,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি,অসিত সাহা, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জল সরকার, উজ্জল ভদ্র, ইসি মেম্বার হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা।

সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। মাস্ক বিতরণ এর পাশাপাশি প্রতিটি দোকান, শপিং মল এবং বিভিন্ন পরিবহনে নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন তারা।

তারা সাধারণ মানুষের কাছে আবেদন করেন ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকে যেন মাস্ক পড়েন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর