Dilip Kumar: না রয়েছে কোন ছেলে, না রয়েছে মেয়ে! তাহলে দিলীপ কুমারের ৬৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কে - Bangla Hunt

Dilip Kumar: না রয়েছে কোন ছেলে, না রয়েছে মেয়ে! তাহলে দিলীপ কুমারের ৬৮০০ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কে

By Bangla Hunt Desk - January 15, 2022

হিন্দি সিনেমায় এমন অনেক অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমই অভিনেতা আছেন যাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সবসময় শিরোনামে ছিল। তাদের মধ্যে একজন হলেন সুপারস্টার দিলীপ কুমার (Dilip Kumar) ওরফে মোহাম্মদ ইউসুফ খান।

বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে দিলীপ কুমারের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি শাহরুখকে নিজের ছেলে বলে মনে করতেন। যখনই তিনি অসুস্থ হতেন শারুখ খান সঙ্গে সঙ্গে তাঁকে দেখতে চলে যেতেন। দিলীপ কুমারা মৃত্যুর সময় শাহরুখ খান দুবাইতে ছিলেন। কিন্তু তিনি যখন খবরটি জানতে পারেন, তখন তিনি সমস্ত কাজ ছেড়ে মুম্বাই ফিরে আসেন এবং অভিনেতার শেষকৃত্যে যোগ দেন। আপনাদের জানিয়ে রাখি দিলীপ কুমার এবং তার স্ত্রী সায়রা বানুর নিজেদের কোন সন্তান নেই।

এক সাক্ষাৎকারে সায়রা জানিয়েছিলেন, শাহরুখ খানের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’ এর সময় তাঁর সাথে প্রথম শাহরুখ দেখা হয়েছিল। দিলীপ কুমার ছবিটি আনুষ্ঠানিক তালি দিয়েছিলেন। শাহরুখ এবং দিলিপের একই রকমের চুলের স্টাইল ছিল। ‘আমি যখনই শাহরুখের সাথে দেখা করি। আমি তাঁর চুল নেড়ে দি। আমাদের যদি ছেলে হতো তাহলে শাহরুখের মতই হতো।’

দিলীপ কুমার

তবে একটা প্রশ্ন উঠে আসছে, দিলীপ কুমার যদি শাহরুখ খানকে নিজের ছেলেই মনে করতেন, তাহলে তাঁর সমস্ত সম্পত্তির অধিকার শাহরুখ খানকে দিতেন। কিন্তু এরকমটা হয়নি, দিলীপ কুমারের মৃত্যুর পর তাঁর সমস্ত সম্পত্তির অধিকার শাহরুখের নয় দিলীপ সাহেবের স্ত্রী সায়রা বানুর। দিলীপ কুমারের মোট সম্পত্তির পরিমাণ ৬৮০০ কোটি টাকা। তবে দিলীপ কুমার খুবই সাধারণ জীবন যাপন করতেন। তার জীবনধারা ছিল খুবই সহজ সরল। সবাই তাঁর ব্যক্তিত্বের জন্য প্রশংসা করত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর স্মরণীয় অভিনয়ের জন্য তাঁকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’, ‘পদ্মভূষণ’, ‘চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার’, ‘পদ্মবিভূষণ’, পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান-ই-ইমতিয়াজ’, দিয়ে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও তিনি ২০০০ সাল থেকে রাজ্যসভার সদস্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর