Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে "ময়ূরী'' হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান - Bangla Hunt

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

By Bangla Hunt Desk - January 15, 2022

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার এইভাবে মন খুলে নাচতে দেখা গেল নুসরত জাহানকে। কখনও ময়ূরের পালকের পোশাক আবার কখনও উজ্জ্বল রানি রঙের পোশাকে, নাচের তালে ঝড় তুলেছেন তিনি।

বাংলাদেশের আইটেম গানে নুসরত জাহান! শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, কখনও ময়ূরের পালকের পোশাকে সেজে নজর কাড়ছেন নুসরত। কখনও আবার তাঁর পরণে রানি রঙের মুক্তোর কাজ করা পোশাক। তাঁর দেখা মিলল রুপোলি পাশ্চাত্য গাউনেও। খোলা চুল আর গোলাপি ঠোঁটে তারকাদ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। ক্যাপশানে দিয়েছেন ছোটখাটো তথ্যও। গানের কথায়, সুরে তাপস। কণ্ঠে লুইপা। সাজ-বিন্যাসে ফরজানা মুন্নি। গানের নাম, ‘নাচ ময়ূরী নাচ’।

বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান, দেখুন ভিডিও-

বাংলাদেশের এই ভিডিওটি পরিচালনা করেছেন পরিচালক বাবা যাদব । তিনি জানিয়েছেন, নতুন বছরে বাংলাদেশের টিএম প্রযোজনা সংস্থার আইটেম গান ‘নাচ ময়ূরী নাচ’-এ থাকছেন নুসরত জাহান। সংস্থাটি এর আগে মু্ম্বইয়ের সানি লিওনিকে তৈরি করেছিল এ রকমই একটি মিউজিক ভিডিয়ো, ‘দুষ্টু পোলাপান’। আর সানির পর এবার নুসরত জাহানকে ঘিরে তাঁদের নতুন চমক। মাঝে অবশ্য নুসরতের ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী আর ওপার বাংলার নীরব হোসেনকে নিয়ে প্রেমের গানও (তুই আর আমি) সামনে এনেছে এই প্রযোজনা সংস্থা। 

বাবা যাদব এর আগেও নুসরতের সঙ্গে একাধিক ছবির গানে কাজ করেছেন নৃত্য পরিচালক হিসেবে। মা হওয়ার আগের আর পরের নায়িকার মধ্যে কি আসমান-জমিন ফারাক? পরিচালকের দাবি, ‘‘নুসরত আরও আত্মবিশ্বাসী হয়েছেন। একই সঙ্গে নমনীয়, কমনীয়ও! সাত মাসের ছেলেকে কলকাতায় রেখে এসেছেন। সারাক্ষণ একরত্তির জন্য চিন্তা। ফোনে সময় মতো খবরাখবর নিয়ে চলেছেন।’’ এর পরেই চুলচেরা বিশ্লেষণ নৃত্য পরিচালকের, “খুব কম সময়ে মেদ ঝরিয়ে আগের মতোই ছিপছিপে, সুন্দরী নুসরত। না দেখলে বিশ্বাস করা কঠিন!”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর