ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালদার এক পরিযায়ী শ্রমিকের - Bangla Hunt

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালদার এক পরিযায়ী শ্রমিকের

By Bangla Hunt Desk - January 14, 2022

মালদাঃ- আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম এমাদুর রহমান(৪০ )। বাড়ি মালদা জেলার রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের কুতুবগঞ্জ গ্রামে।

পরিবার সূত্রে জানা যায় অভাবের সংসারে হাল ধরতে এমাদুর অন্ধ্রপ্রদেশে ইলেকট্রিক হেল্পারের কাজ করতে যায়।বুধবার ইলেকট্রিকের তার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে।সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী।তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালদার এক পরিযায়ী শ্রমিকের

শুক্রবার মৃত দেহটি গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন পুরো পরিবার।মৃত্যুর খবর জানতে পেরে মৃত শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে ছুটে যায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি।এদিন পরিবার পরিজনকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারিভাবে সব রকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর