এবার ভারতে করোনা, আক্রান্ত ৬, জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক। - Bangla Hunt

এবার ভারতে করোনা, আক্রান্ত ৬, জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক।

By Bangla Hunt Desk - March 04, 2020

এবার ভারতেও করোনা ভাইরাস থাবা বসালো। এখনো পর্যন্ত ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে মিলেছে করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট। এর মধ্যে তিনজন কেরালার বাসিন্দা। যার জেরে ৪ দেশের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । জরুরি বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর দেশের মধ্যে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের শরীরের করোনাভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ৬ জন মধ্যে ৩ জন হলেন কেরালার বাসিন্দা। সকাল ১১ টায় এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা, বিদেশ থেকে আসা পর্যটকদের ওপর নজর রাখছেন চিকিৎসকরা। এর মধ্যে ৬৫ হাজার পর্যটকে মুম্বাই বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরাক,ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানানো হয়েছে করোনাভাইরাসে চিহ্নিত হয়েছে ৩০০০-এর বেশি মানুষ,এবং আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর