মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরন রেলের - Bangla Hunt

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরন রেলের

By Bangla Hunt Desk - January 13, 2022

উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ১৫৩৬৬ আপ পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বৃহঃস্পতিবার বিকালে শিলিগুড়ির কাছে ময়নাগুড়িতে (Maynaguri in Siliguri) উল্টে গেল বিকানের এক্সপ্রেসের (Guwahati-Bikaner Express Accident) ১২টি বগি। এদিন বিকেল ৫টা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, বাড়তে পারে মৃতের সংখ্যা। পরিস্থিতির উপর নজর রাখছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন বলে টুইট করেছেন।

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে ঘোষণা রেলের। রেলমন্ত্রী নিজে নজর রাখছেন উদ্ধারকাজে। ঘটনার বিস্তারিত বিবরণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর