থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি - Bangla Hunt

থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি

By Bangla Hunt Desk - January 13, 2022

মালদাঃ- পুলিশ থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সরকারি অনুমোদিত মদের দোকানে ঢুকে লুঠপাট করে চম্পট চারজন দুষ্কৃতির। ঘটনাটি মালদহের বাংলা বিহার সীমান্তের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। এই ঘটনার পিছনে কে বা কারা জোরিতো তা সঠিক ভাবে বুঝতে পারছেনা দোকানদার। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাচোল মহকুমার এসডিপিও।শুরু করছে তদন্ত। বুধবার রাত ৮টা ১০ মিনিটে নাগাদ ঘটনাটি ঘটেছে। পুরো লুটপাঠের ঘটনার পিছনে বিহারে দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের।যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর