ভ্যাকসিন নিতে নারাজ স্কুল শিক্ষক! শেষে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা - Bangla Hunt

ভ্যাকসিন নিতে নারাজ স্কুল শিক্ষক! শেষে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা

By Bangla Hunt Desk - January 11, 2022

কোচবিহার:  বার বার বাড়িতে এসে তাগাদা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷ কিন্তু ভ্যাকসিন নিতে নারাজ স্কুল শিক্ষক। বেঁকে বসেছেন শিক্ষকের স্ত্রীও৷ শেষ পর্যন্ত শিক্ষকের উপরে ক্ষুব্ধ গ্রামের মহিলারা তাঁর বাড়ির গেটেই তালা ঝুলিয়ে দিলেন৷ গ্রামবাসীদের সাফ কথা, ওই শিক্ষক টিকা না নেওয়া পর্যন্ত তাঁকে বাড়ি থেকে বেরোতে দেবেন না ৷

এমন ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকালে শোরগোল পড়ে গেল কোচবিহারের মহিষকুচি গ্রামে৷ ভ্যাকসিন নিতে নারাজ সরকারি প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম সুবোধ কর৷ অভিযোগ, এখনও করোনা টিকার একটিও ডোজ নেননি ওই শিক্ষক বা তাঁর স্ত্রী৷ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা প্রায় এগারো বার বাড়ি গিয়ে টিকা নেওয়ার জন্য সুবোধবাবুকে তাগাদা দিয়েছেন৷ কিন্তু এখনও তিনি বা তাঁর স্ত্রী টিকা নেননি৷

শেষ পর্য়ন্ত এ দিন সকালে গ্রামের মহিলারাই ওই শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁকে টিকা নেওয়ার জন্য বোঝাতে শুরু করেন৷ কিন্তু বক্সিরহাট বাঁশরাজা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক পাল্টা বলেন, ভ্যাকসিন নিতেই হবে এমন লিখিত নির্দেশিকা তাঁকে দেখাতে হবে৷ এই নিয়েই দু’ পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷

শেষ পর্যন্ত ওই শিক্ষকের বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা৷ তাঁরা স্পষ্ট বলেন, ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী টিকা না নেওয়ায় তাঁদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে৷ তাই যতদিন না পর্যন্ত ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী টিকা নেবেন না, তাঁদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না৷

বিক্ষোভকারী এক গ্রামবাসী ললিতা সরকার বলেন, ‘আমরা গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকে টিকা নিয়েছি৷ অথচ উনি একজন শিক্ষক হয়ে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে চাইছেন না৷ তাই আমরা আজ ওনার বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিয়েছি৷’ মহিষকুচি স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক নীলিমা সরকার বলেন, ‘আমরা এগারো বার ওই শিক্ষকের বাড়িতে গিয়েছি৷ কিন্তু উনি ভ্যাকসিন নিতে রাজি হননি৷’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর