TET 2021: টেট পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,৮৯৬ - Bangla Hunt

TET 2021: টেট পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,৮৯৬

By Bangla Hunt Desk - January 11, 2022

২০২১-এর প্রাথমিকের টেটের (Primary TET) ফল প্রকাশ। পাশ করেছেন ৯,৮৯৬ জন জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।

যাঁরা পাশ করেছেন তাঁরা ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য’ বলে বিবেচিত হবেন বলে জানিয়ে পর্ষদের তরফে বলা হয়েছে, উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, পর্ষদের দু’টি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪। কিন্তু পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। এ ছাড়া কয়েক জনের পরীক্ষা বাতিল হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর