করোনার বিস্ফোরণ! বাংলায় দৈনিক সংক্রমন ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল - Bangla Hunt

করোনার বিস্ফোরণ! বাংলায় দৈনিক সংক্রমন ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল

By Bangla Hunt Desk - January 09, 2022

বাংলায় করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যা হয়নি, তা হল তৃতীয় ঢেউয়ের ধাক্কায়। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২৪ হাজার ২৮৭-এ। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

আরো পড়ুন- করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেবে রাজ্য, সোমবার থেকে শুরু ‘হোম ডেলিভারি’

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। একদিনে এই হারে সংক্রমণ প্রথম বা দ্বিতীয় ঢেউয়েও দেখা যায়নি। প্রথম ঢেউয়ের সময়, ২২ অক্টোবর ৪ হাজার ১৫৭ ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজার ৮৪৬। গত বছরের ১৪ মে, দ্বিতীয় ঢেউয়ের সময় ২০ হাজার পেরোয় দৈনিক সংক্রমণ। এবার সেই রেকর্ডই ভেঙে, মাত্র চার দিনেই বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার ৩৩.৮৯-এ পৌঁছে গেছে। অর্থাৎ রাজ্যে প্রতি তিনজনের পরীক্ষায় একজনের ধরা পড়েছে সংক্রমণ।

আরো পড়ুন- কলকাতায় সংক্রমণের হার উদ্বেগজনক, আক্রান্ত নিরিখে মহারাষ্ট্র প্রথম, বাংলা দ্বিতীয়

গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১২ জন। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৫ হাজার ৫৩ জন। হাওড়ায় দৈনিক সংক্রমণ এক লাফে হল ১ হাজার ৭৪২। হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় হাজারের গণ্ডি টপকে নতুন আক্রান্ত যথাক্রমে ১ হাজার ২৭৬ জন এবং ১ হাজার ৩৪ জন।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে পশ্চিম বর্ধমানে আগেই হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ছ’শো। পশ্চিম মেদিনীপুরেও দৈনিক আক্রান্ত পাঁচশোর কাছে পৌঁছে গেল। বাড়ল পূর্ব মেদিনীপুরেও। বীরভূমেও দৈনিক সংক্রমণ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ সব জেলাতেই অনেক বেড়েছে দৈনিক আক্রান্ত।

উত্তরবঙ্গেরও সব জেলায় দৈনিক সংক্রমণ বাড়ল। দার্জিলিঙে ১৭৯ থেকে দৈনিক আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১৯। দু’শোর কাছে পৌঁছে গেল জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। একশো ছাড়িয়েছে উত্তর দিনাজপুরে। মালদহে আরও বেড়ে নতুন আক্রান্ত ৫২৯।

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। কোভিড পরীক্ষাও শনিবারের থেকে বেশি হয়েছে। মোট ৭১ হাজার ৬৬৪ জনের পরীক্ষা হয়েছে রবিবার।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৮ জন। এর মধ্যে কলকাতায় পাঁচ জন ও উত্তর ২৪ পরগনায় ছ’জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৯০১ জন। রবিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর