যেমন কথা তেমন কাজ, লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা - Bangla Hunt

যেমন কথা তেমন কাজ, লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা

By Bangla Hunt Desk - January 08, 2022

কথা দিয়েছিলেন, যদি লটারির প্রথম পুরস্কার জেতেন তাহলে বিক্রেতাকে সেই টাকার অর্ধেক দিয়ে দেবেন। প্রথম পুরস্কার জেতেননি ঠিকই, কিন্তু যে পরিমাণ টাকা লটারি থেকে পেয়েছেন তার অর্ধেক দিয়ে কথা রাখলেন ৮৬ বছরের মারিয়ন ফরেস্ট নামের এক বৃদ্ধা।

এই সপ্তাহের শুরুতেই স্থানীয় এক লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন মারিয়ন ফরেস্ট। প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় পৌনে চার কোটি টাকা)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, যদি আমি এই টাকা জিতি, তাহলে তোমাকে তার অর্ধেক দেব।

দোকানে হাজারো গ্রাহক আসা যাওয়ার মাঝে ওই বৃদ্ধার কথা ভুলেই গিয়েছিলেন বিক্রেতা। কিন্তু হঠাৎ একদিন ওই দোকানে ফিরে এলেন মারিয়ন। হাতে একটা খাম এবং ২টি বেলুন। নিজের পরিচয় দিলেন। এরপরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না টিকিট বিক্রেতা।

সাদা খামটি তার দিকে বাড়িয়ে দিয়ে বৃদ্ধা বলেন, এটা তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটাই তোমার পুরস্কার।

ঘটনাচক্রে, মারিয়ন কিন্তু প্রথম পুরস্কার পাননি। তিনি মাত্র ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা) জিতেছিলেন। অর্থমূল্য যা-ই হোক না কেন, প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি মারিয়ন। কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিয়ো এখন ভাইরাল নেটামাধ্যমে। তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর