রাতের বিধি-নিষেধে কোনওরকম ঢিলেমি নয়, পুলিশকে নির্দেশ মুখ্যসচিবের - Bangla Hunt

রাতের বিধি-নিষেধে কোনওরকম ঢিলেমি নয়, পুলিশকে নির্দেশ মুখ্যসচিবের

By Bangla Hunt Desk - January 06, 2022

কলকাতা: রাতের বিধি-নিষেধে কোনওরকম ঢিলেমি নয়। নাইট কার্ফু কড়াকড়িভাবে কার্যকরী করতে হবে। কলকাতা পুলিশের সিপিকে বিশেষভাবে নির্দেশ মুখ্যসচিবের। পাশাপাশি বিধাননগর সহ প্রত্যেকটি জেলা পুলিশের এসপি সিপিকে নির্দেশ মুখ্যসচিবের।

মাইক্রো কনটেনমেন্ট জোনের নামে শুধুমাত্র বোর্ড লাগিয়ে দিলেই হবে না। কন্টেইনমেন্ট কড়াভাবে কার্যকরী করতে হবে। পুলিশের অনেকেই সংক্রমিত হয়েছেন। তবুও ব্যাপারটা পুলিশকেই দেখার অনুরোধ জানিয়েছেন রাজ্যসচিব।
রাতের বিধিনিষেধে যাতে সতর্কভাবে চেকিং করা হয়, সেই বিষয়েও কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেন মুখ্যসচিব। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরো কড়াকড়ি করতে হবে। চেকিং ব্যবস্থায় কোনওরকম ফাঁক রাখা চলবে না বলে জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর