জল্পনা সত্যি করেই বিধাননগরে প্রার্থী হলেন সব্যসাচী! তালিকায় রয়েছে কৃষ্ণা চক্রবর্তীর নামও - Bangla Hunt

জল্পনা সত্যি করেই বিধাননগরে প্রার্থী হলেন সব্যসাচী! তালিকায় রয়েছে কৃষ্ণা চক্রবর্তীর নামও

By Bangla Hunt Desk - December 31, 2021

গত কয়েকদিন ধরেই তৃণমূলের প্রার্থী তালিকাকে ঘিরে নানা জল্পনা চলছিল। আর বৃহস্পতিবার বিধাননগর পৌরনিগমের নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই যাবতীয় জল্পনার অবসান হয়ে গিয়েছে। তালিকা প্রকাশ হতেই দেখা গেল ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)।

আরো পড়ুন- উত্তরপ্রদেশে বিধানসভা ভোট কি নির্দিষ্ট সময় হবে? জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

বিধাননগরে প্রার্থী তালিকায় বড় চমক দিল ঘাসফুল শিবির। তালিকা প্রকাশ হতেই দেখা গেল ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। এক সময় অবশ্য তিনি বিধাননগরের মেয়র (Mayor) ছিলেন তিনি। আসলে ওই এলাকার দাপুটে নেতাও ছিলেন। ওই এলাকা তাঁর হাতের তালুর মতোই পরিচিত। কিন্তু, বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে গেরুয়া শিবিরে তিনিও নাম লিখিয়েছিলেন। তবে বিশেষ কিছু সুবিধা তিনি সেখানে করে উঠতে পারেননি। তারপর আবার তৃণমূলে প্রত্যাবর্তন হয় তাঁর।

এদিকে তৃণমূলে তিনি এলেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রার্থী করবেন কিনা তা নিয়ে একটা জল্পনা ছিলই। আর বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার পরই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। জানা যায় যে দল বদল করলেও এখনও তাঁর উপরই ভরসা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এক্ষেত্রে দলের একাংশের মতে, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে গিয়েছিলেন তিনি। এরপর ভোটে ধরাশায়ী হওয়ার পরে ফের তৃণমূলে ফেরেন। তাহলে কি ফের বিধাননগরের মেয়র তাঁকেই করবে দল? তা অবশ্য জানা যায়নি।

প্রার্থী তালিকা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে সব্যসাচী বলেন, “দীর্ঘ বছর ধরে আমি ভোটে লড়ছি। নিকাশি ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করব। আমি অন্য দলে চলে গিয়েছিলাম। সেখান থেকে মমতা দি আবার আমাকে দলে নিয়েছেন। কাজ করার সুযোগ দিয়েছেন। ওনার সম্মান যাতে রাখতে পারি, সেটাই প্রার্থনা করব। বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। হেরেও গিয়েছিলাম। তবে আমি এখনও বলতে পারি, ব্যক্তি আমি হারিনি, মমতাদির ছবির বিরুদ্ধে লড়তে পারিনি।” সব্যসাচীর পাশাপাশি এই পৌরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন দেবরাজ চক্রবর্তী।

এ বারে তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন—

• বিধাননগর পুরনিগমে ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত
• ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী
• ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী
• ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য
• ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায়
• বাদ গেলেন প্রয়াত প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্না
• বিধাননগর পুরনিগমে ৪১টির মধ্যে ২৭টি নতুন মুখ
• শিলিগুড়ি পুরনিগমে ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গৌতম দেব
• শিলিগুড়ি পুরনিগমে ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা
• আসানসোলে ৭৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অশোক রুদ্র
• আসানসোলে ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়
• আসানসোলে ৫০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক
• আসানসোলে ৪৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবারই তৃণমূল বকেয়া চার পুরনিগমে নির্বাচনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা হবে বলে সকাল থেকেই শোনা যাচ্ছিল। তবে তৃণমূল নেতৃত্ব সেই নিয়ে মন্তব্য করেননি সন্ধ্যা পর্যন্ত। এ দিন সন্ধ্যায় কালীঘাটে কালীঘাটে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসরা উপস্থিত ছিলেন সেখানে। উল্লেখযোগ্য ভাবে ওই বৈঠকে ছিলেন না সব্যসাচী। বরং ছিলেন সুজিত বসু।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর