আর্থিক প্রতারণায় ১০ বছর পর শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেপ্তার - Bangla Hunt

আর্থিক প্রতারণায় ১০ বছর পর শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেপ্তার

By Bangla Hunt Desk - December 27, 2021

মালদাঃ দশ বছরের পুরনো মামলায় গ্রেফতার করা হল শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতাকে। রবিবার রাতে মালদার BJP যুবনেতা কাজল গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর স্ত্রীকেও। সোমবার তাঁদের আদালতে পেশ করে পুলিশ। প্রিজন ভ্যান থেকে নেমে সাংবাদিকদের কাছে ক্ষোভ উগড়ে দেন কাজল। তাঁর দাবি, বন্ধ হয়ে যাওয়া এক মামলা তুলে এনে তাঁকে সস্ত্রীক গ্রেফতার করেছে পুলিশ। আসলে এটি রাজনৈতিক চক্রান্ত।

আরো পড়ুন- ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভার ভোট, ২৫ জানুয়ারি ভোটগণনা, জানাল কমিশন

কাজল বাবুর দাবি, প্রায় দশ বছর আগে একটি আর্থিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলাটি আদালতে রফাও হয়ে যায় তার কোন অস্তিত নেই বলে দাবি করেন তিনি। আসন্ন পুরসভা ভোটের আগে বিজেপি নেতাদের হেনস্থা করার উদ্দেশ্যেই পুলিশ শাসক দলের মদতে এমনটা করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার তাকে আদালতে তোলা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালে শুভেন্দু অধিকারির হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান কাজল গোস্বামী।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর