আকাশে উড়ছে ড্রোন, সমুদ্র সৈকত মুড়েছে সিসিটিভিতে, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা দিঘায় - Bangla Hunt

আকাশে উড়ছে ড্রোন, সমুদ্র সৈকত মুড়েছে সিসিটিভিতে, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা দিঘায়

By Bangla Hunt Desk - December 24, 2021

ড্রোন থেকে সিসিটিভি। অতিরিক্ত পুলিশ বাহিনী থেকে জলপুলিশও। থাকছে ওয়াচ টাওয়ারও। এটাই বড়দিনের আগে দিঘার ছবি। বর্ষশেষের হুল্লোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিঘাতেও তাই ভিড় জমেছে। রাত পোহালেই কাল বড়দিন। সেই বড়দিনের দিঘায় যাতে নিরাপত্তার কোনও খামতি না থাকে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘার সৈকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও। সেই সঙ্গে সমুদ্রের বুকে থাকছে জল পুলিশও। গোটা দিঘাকে কার্যত মুড়ে ফেলা হয়েছে সিসিটিভির মোড়কে। জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে ওয়াচটাওয়ারও। ভিড়ের মধ্যে সবাইকে কোভিড বিধি মনে করিয়ে দিতে প্রতিনিয়ত চলছে মাইকিংও।

আরো পড়ুন- তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং

বড়দিনের দিঘাকে নানা আকর্ষণে সাজিয়ে তোলা হয়েছে। যশ বিধ্বস্ত দিঘার সৈকতকে ফের সাজিয়ে তুলতে বিন্দুমাত্র কুন্ঠিত হয়নি প্রশাসন। ঢেলে সাজানো হয়েছে বিশ্ব বাংলা উদ্যান। জোড়া প্রবেশদ্বারের পাশাপাশি থাকছে নানা আকর্ষণীয় রাইডস। সাজানো হয়েছে সৈকত সাজানো এলাকাও। বসানো হচ্ছে ত্রিফলা বাতিস্তম্ভ, বসার জন্য বেঞ্চ, এমনকি আলাদা সেলফি জোনও করা হয়েছে। চিহ্নিত করে দেওয়া হয়েছে আলাদা পিকনিক স্পটও। এর জন্য নিউ দিঘার হেলিপ্যাড ময়দানকে পিকনিকের জন্য চিহ্নিত করা হয়েছে। তাই আগের মতন যত্র তত্র বসে পিকনিক করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবারেও পর্যটকদের হোটেলে রুম বুক করার ক্ষেত্রে কোভিড টিকার দুটি ডোজ বা কোভিড টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক রাখা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর