'বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি', বিস্ফোরক তথাগত - Bangla Hunt

‘বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি’, বিস্ফোরক তথাগত

By Bangla Hunt Desk - December 23, 2021

আবারও বিজেপির নাক কেটে দিলেন তথাগত রায়। আর সেটাও ভরা বাজারে। এবারে এমন একটা সময়ে তিনি মুখ খুললেন যখন কলকাতা পুরভোটে গোহারান হারার পরে বিজেপি কার্যত ভূমিশয্যা নিয়েছে। হারার ক্ষত দলের অন্দরেই দগদগ করছে। সেই ক্ষততে প্রলেপ দেওয়ার পরিবর্তে তথাগত দিলেন নুনের ছিটে। সাফ জানিয়ে দিলেন বাংলার থেকে বিজেপি ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে।

বুধবার তথাগত টুইট করে লিখেছিলেন, ‘প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।’ অপর একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।’ এই লেখার জেরে পালটা টুইটও করেন অনেকে। তথাগতবাবুকে উদ্দেশ্য করে লেখা সেই সব টুইটের উত্তরে এক ব্যক্তি লেখেন, ‘এত ভেঙ্গে পড়বেন না। নিশ্চিত জানবেন টিএমসি এই পশ্চিমবঙ্গে একদিন শুন্য হয়ে যাবে, সিপিএম হারবে কেউ ভেবেছিলো?’ বৃহস্পতিবার সেই টুইটের উত্তর দিয়েছেন তথাগতবাবু। লিখেছেন, ‘আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা।’

তথাগতবাবুর এহেন টুইটে বঙ্গ বিজেপির অন্দরে ঝড় উঠে গিয়েছে। কিন্তু এটাও ঘটনা যে কলকাতার পুরভোটের ফলাফলই বলে দিচ্ছে বিজেপি এবার ক্রমশ প্রান্তিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পথে এগোচ্ছে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় রাজ্যে আরও শতাধিক পুরসভায় নির্বাচন হতে চলেছে। সেখানে বিজেপি কেমন ফল করে সেদিকে যেমন সকলের নজর থাকবে তেমনি নজর থাকবে বিজেপি শাসকের বিরুদ্ধে ঠিক কতটা লড়াই দিতে সক্ষম হয় সেদিকেও। একই সঙ্গে এটাও সবাই দেখার অপেক্ষায় থাকবেন যে, কলকাতার মতোই বামেরা বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে আসতে পারে কিনা। যদি তা নায় তাহলে তা বিজেপির পক্ষে ভালই হবে। অন্তত সেক্ষেত্রে বলা যাবে না বিজেপি বাংলায় প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু কলকাতার মতো যদি সেখানেও দেখা যায় যে বিজেপিকে পিছনে ঠেকে বামেরাই প্রধান বিরোধী হিসাবে উঠে এসেছে তাহলে কিন্তু ধরে নিতেই হবে তথাগতবাবু এদিন যেটা বলেছেন সেটাই কার্যত হতে চলেছে বিজেপির সঙ্গে। অর্থাৎ বাংলা থেকে নিশ্চিহ্নের পথে হাঁটা দেবে পদ্মশিবির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর