কলকাতা পুরসভার ১৬টি বরো কমেটির দায়িত্বে কে? রইল তালিকা - Bangla Hunt

কলকাতা পুরসভার ১৬টি বরো কমেটির দায়িত্বে কে? রইল তালিকা

By Bangla Hunt Desk - December 23, 2021

কলকাতা কর্পোরেশেনর ১৬টি বরো চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের গুরুত্ব দিয়ে ৯টি বরোর চেয়ারম্যান করা হয়েছে মহিলা কাউন্সিলকে।

১৬ টি বরো চেয়ারম্যানের মধ্য়ে ৬টি পদ খালি হয়ে যায়। এদের মধ্য়ে কেউ কেউ এবার টিকিট পাননি। কেউ বা মারা গিয়েছেন। বরো ২, ৪, ৫ এবং ৬-এর প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে সাধন সাহা, স্মিতা বক্সি, সঞ্চিতা মণ্ডল এবং রতন মালাকার টিকিট পাননি। মারা গিয়েছেন বরো ১৪ এবং ১৬-র প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে মাণিকলাল চট্টোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ ভট্টাচার্য।

এক নজরে দেখে নেওয়া যাক ১৬ বরো চেয়ারম্যানদের নাম

বরো ১ – ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহা,

বরো ২- ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ভড়,

বরো ৩ – ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউত,

বরো ৪ – ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বোস,

বরো ৫ – ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন,

বরো ৬- ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানা আহমেদ,

বরো ৭ – ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য,

বরো ৮ – ৯০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়,

বরো ৯ – ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস,

বরো ১০ – ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস,

বরো ১১ – ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী,

বরো ১২ – ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ,

বরো ১৩ – ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর,

বরো ১৪ – ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস,

বরো ১৫ – ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ শীল,

বরো ১৬ – ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর