বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা পুরভোট নিয়ে বিরোধীদের তোপ মমতার - Bangla Hunt

বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা পুরভোট নিয়ে বিরোধীদের তোপ মমতার

By Bangla Hunt Desk - December 21, 2021

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরভোটে সবুজের জয়জযকার। কলকাতা পুরসভার ১৪৪ টির মধ্যে ১৩৪ টিতেই জয় তৃণমূলের। বাকি ১০ টি বিরোধীদের। তার মধ্যেও ৩ টি ওর্য়াড ছিনিয়ে নিয়েছে নির্দল প্রার্থীরা। এই নির্দল প্রার্থীরা যোগ দেবেন শাসকদল তৃণমূলে।
জয়ের পর নিজেরাই জানিয়েছেন তারা। এমন জয়ের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’’

রবিবার ভোট দিতে গিয়ে মমতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। আর ফল ঘোষণার দিনে বললেন, ‘‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।’’ বিজেপি-কে আক্রমণও করেন মমতা। ছোট্ট কথায় বলেন, ‘জনতার রায়ে বিজেপি ভোকাট্টা’ মানুষের সর্মথন পেতে ব্যর্থ। বাকিদেরও একই অবস্থা, সিপিএমের পাত্তা। আর কংগ্রেস সিপিএম এবং বিজেপি মাঝে পড়ে স্যান্ডউইচ’।

আরো পড়ুন- কলকাতা পুরভোটে সবুজের ঝড়, যে ১০ টি ওর্য়াডে জিতলেন বিরোধীরা

মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ততক্ষণে কলকাতায় বড় শক্তি নিয়ে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর