ভোটের দিন সন্ত্রাস হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ছক বিজেপির - Bangla Hunt

ভোটের দিন সন্ত্রাস হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ছক বিজেপির

By Bangla Hunt Desk - December 18, 2021

কলকাতা পুরসভায় ভোটগ্রহণ রবিবার। ১৪৪টি ওয়ার্ডেই ভোটগ্রহণ হবে। ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ উঠলে বিজেপি রাজ্যজুড়ে পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পরিকল্পনা মতো কলকাতা সংলগ্ন এলাকাতেই থাকবেন দলের বিধায়করা। শুভেন্দুও থাকছেন কলকাতা পুর এলাকার বাইরে শহরের লাগোয়া কোনও এলাকায়। সল্টলেক ও হাওড়ার কোনও একটি সেন্টারে বিধায়করা উপস্থিত থাকবেন। ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগ উঠলেই বিধায়কদের নিয়ে শহরের রাস্তায় নামবেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনরে দপ্তর ঘেরাও করবেন। পুলিশ বাধা দিলে পথে বসে পড়বেন বিজেপি বিধায়করা।

ঠিক কিরকম প্রস্তুতি নিচ্ছে বিজেপি?

বিজেপির রাজ্য দপ্তর মুরলি ধর সেন লেনে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে থাকবেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালরা। প্রতাপবাবু ৮ নম্বর ওয়ার্ডের ভোটার। আর অগ্নিমিত্রা ৫৮ নম্বর ওয়ার্ডের ভোটার। রাজ্য অফিসে থাকবেন দলের তরফে কলকাতা পুরভোটের দায়িত্বে থাকা দুই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং অর্জুন সিং। সেখানেই থাকছেন রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী, শমীক ভট্টাচার্য, শিশির বাজোরিয়া প্রমুখ। দলের আইনজীবী টিমকেও প্রস্তুত রাখা হবে।

দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কলকাতায় নেই। দলীয় সূত্রে খবর, সুকান্তবাবুর মেয়ে অসুস্থ। তাই তিনি বালুরঘাটেই রয়েছেন। দলের সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে তিনি বালুরঘাটে গিয়েছেন। কলকাতার পরিস্থিতির খোঁজখবরও নিচ্ছেন ঘণ্টায় ঘণ্টায়। তাই ভোটে গন্ডগোলের প্রতিবাদে রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি হলে বালুরঘাটেই সেই কর্মসূচিতে অংশ নিতে পারেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়া, দলের সর্বভারতীয় সহ—সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি দিল্লিতেই থাকছেন। সেখান থেকেই ভোটের খোঁজখবর নেবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর