১৬ ডিসেম্বর ধনুতে প্রবেশ সূর্যের! কোন রাশিতে কী প্রভাব? জানুন - Bangla Hunt

১৬ ডিসেম্বর ধনুতে প্রবেশ সূর্যের! কোন রাশিতে কী প্রভাব? জানুন

By Bangla Hunt Desk - December 14, 2021

সূর্যই হল সমস্ত গ্রহের রাজা। সূর্যের সঙ্গে সমস্ত রাশিগুলি সম্পর্কযুক্ত। ১৬ ডিসেম্বর, সূর্য ধনুরাশিতে প্রবেশ করবে। রাশিচক্রের পরিবর্তন সম্পর্কে কথা বলতে গেলে, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় এক মাস সময় লাগে। জ্যোতিষবিদ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ সময়ে বিভিন্ন রাশিচক্রের উপর সূর্যের এই ভ্রমণের ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে। 

কোন দিনে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে?

ধনু রাশিতে সূর্যের প্রবেশ ১৬ ডিসেম্বর ২০২১ সকাল ৩টে বেজে ২৮ মিনিটে ঘটবে এবং ১৪ জানুয়ারি ২০২২-এর দুপুর ২টো বেজে ২৯ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে। এর পর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। ধনু রাশিতে সূর্যের প্রবেশের শুভ ও অশুভ প্রভাব দ্বাদশ রাশিতে কী হবে তা জানুন।

মেষ: সৌভাগ্যের সূচনা হবে, অর্থনৈতিক উন্নতি হবে, পরিবার সামগ্রিক ভাবে ভালো থাকবে। 

বৃষ : অর্থপ্রাপ্তির যোগ আছে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ। তবে জীবনযাপন স্বাভাবিক রাখতে হবে। মাতৃস্থানীয়ার স্বাস্থ্যহানির আশঙ্কা, অর্থক্ষয়।

মিথুন: রাগ সংযত করতে হবে। দাম্পত্য সম্পর্ক মধুর থাকবে। চাকুরিজীবীদের জন্য সুখবর। অসুস্থতার আশঙ্কা। পেশির টান ভোগাতে পারে।

কর্কট: আইনি লড়াইয়ে ইতিবাচক অবস্থান। কর্মপ্রার্থীদের শুভ। পড়াশোনায় উন্নতি। অর্থ বিনিয়োগের জেরে প্রাপ্তি। পরিবারের শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। 

সিংহ: সবেতেই ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা। কর্মে শুভ। সম্পর্কে অবনতি।

কন্যা: মানসিক চাপ বাড়বে। মাতৃস্থানীয়ার সঙ্গে বিরোধ। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। পারিবারিক অশান্তির যোগ। তীর্থযাত্রার যোগ।

তুলা: শত্রুদের হাত থেকে মুক্তি। স্বাস্থ্য ভালো থাকবে। জীবন খুবই উপভোগ্য হবে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা মিলবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে।

বৃশ্চিক: সরকারি স্কিমের সুফল লাভ। মানসিক চাপ বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ।

ধনু: কর্মে উন্নতি। রাজনৈতিক কেরিয়ারে শুভযোগ। সামাজিক সম্মান বৃদ্ধি। পেটের সমস্যা।

মকর: স্বাস্থ্যের অবনতি, অর্থব্যয়। অনিদ্রা, ক্ষীণ দৃষ্টিশক্তি, পেটের সমস্যায় ভোগান্তি। বৈদেশিক বাণিজ্যের যোগ।

কুম্ভ: কর্মে উন্নতি, চাকুরিজীবীদের বেতনবৃদ্ধি। 

মীন: গলার সমস্যা দেখা দেবে। অর্থনৈতিক উন্নতি হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর