ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি! বিপ্লব সরকারকে কটাক্ষ কুনালের - Bangla Hunt

ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি! বিপ্লব সরকারকে কটাক্ষ কুনালের

By Bangla Hunt Desk - December 11, 2021

কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। এর পর অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে উত্তরাখণ্ড সরকার৷ এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করল ত্রিপুরার বিজেপি সরকার। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিপ্লব দেবের (Biplab Deb) সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলের।

উন্নয়নের চিত্র দেখাতে গিয়ে কলকাতার ফ্লাইওভারের ছবি দেখিয়ে বসল বিপ্লব দেবের (Biplab Deb) সরকার। একটি সরকারি বিজ্ঞাপনের টুইটে ব্যবহার করা হল একটি ফ্লাইওভারের ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি, এ শহরের একাধিক রুটের বাস। ফলে কারওই আর বুঝতে বাকি রইল না ছবিটি কলকাতার। যা নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেবের সরকারের তুলধোনা করল জোড়াফুল শিবির। যদিও বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি টুইট মুছে ফেলল ত্রিপুরা প্রশাসন। তবে ইতিমধ্যেই সেটি স্ক্রিনশট হয়ে ঘুরছে।

ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে যায়। তৃণমূলের ত্রিপুরা সংগঠনের তরফে BJP সরকারের বিরুদ্ধে তোপ দেগে টুইট করা হয়। প্রশ্ন তোলা হয়, বিপ্লব দেবের সরকার কি ত্রিপুরায় ভালো রাস্তা তৈরি করতে পারেনি? টুইটারে AITC ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার BJP কী ভাবে এই রাস্তা সে রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও ভালো রাস্তা নেই? BJP-র বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি। অদ্ভূত লাগে BJP বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে। কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে।’

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আসলে BJP-র নিজস্ব কিছু নেই। তাই বাংলার উন্নয়ন থেকে ধার করতে হচ্ছে। ধারাবাহিকভাবে এইটা করে যাচ্ছে। বাংলা থেকে নকল করে নিজেদের প্রচার করে চলেছে। এত হামলা-মামলা করেও দু’মাসে ২৪ শতাংশে ভোট পৌঁছেছে আমাদের। আর কয়েকমাসে সেটা কোথায় গিয়ে পৌঁছয় দেখতে পাওয়া যাবে।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর