কুন্নুরে কিভাবে ভেঙে পড়ল CDS-এর হেলিকপ্টার? আর কারা ছিলেন? - Bangla Hunt

কুন্নুরে কিভাবে ভেঙে পড়ল CDS-এর হেলিকপ্টার? আর কারা ছিলেন?

By Bangla Hunt Desk - December 08, 2021

তামিলনাড়ুতে ভয়াবহ সেনা কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। ওই হেলিকপ্টারে ছিলেন ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে সস্ত্রীক রাওয়াত ছাড়াও ছিলেন আরও ১৩ জন। ওই Mi-17V5 কপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। ছিলেন জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকাও। তামিলনাডুর সুলুর থেকে কপ্টারটি যাচ্ছিল কুন্নুরে। ওটির খুব কাছে সেটি একটি জঙ্গলঘেরা জায়গায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে হাত লাগান এলাকার মানুষজন। তারাই জানিয়েছেন ভয়ঙ্কর সেই সেই দুর্ঘটনার বিস্তারিত।

আরো পড়ুন- হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত CDS বিপিন রাওয়াত, শোকোস্তব্ধ গোটা দেশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট একটা শব্দ হয়। মনে হল কোনও ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালার উপরে ভেঙে পড়েছে কপ্টারটি। দাউদাউ করে আগুন জ্বলছে। দেখলাম দু-একজন কপ্টার থেকে বেরিয়ে আসছে। সবাই একেবারে পুড়ে গিয়েছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আশপাশের লোকজন সব ছুটে আসে।

কারা কারা ছিলেন হেলিকপ্টারে?

জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, এনকে গুরুসেবক সিং, এনকে জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল ও আরও কয়েকজন সেনাকর্মী। তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রী তালিকা প্রকাশ করা হয়নি।

বুধবার সকালে নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার। ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থল থেকে সেনা সর্বাধিনায়ককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। যদিও পরে হাসপাতালে মৃত্যু হয় দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের। দুর্ঘটনা কী ভাবে ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর