সরকারি অফিসে আগ্নেয়াস্ত্র হাতে তৃনমুল পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি ভাইরাল, অস্বস্তিতে তৃণমূল - Bangla Hunt

সরকারি অফিসে আগ্নেয়াস্ত্র হাতে তৃনমুল পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি ভাইরাল, অস্বস্তিতে তৃণমূল

By Bangla Hunt Desk - December 07, 2021

মালদহঃ মালদহে সরকারি অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেত্রীর ছবি ভাইরাল। অফিসের মধ্যে আগ্নেয়াস্ত্র হাতে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতির ছবি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্য়েই ছবিটি ভাইরাল হয়েছে। পুরভোটের আগে জোর অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। জেলার প্রথম সারির নেত্রীর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল হওযায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। যদিও এই ছবির সত্যতা আমরা (BanglaHunt.in) যাচাই করিনি।

আরো পড়ুন-  শিশুরাই ওমিক্রনে বেশি আক্রান্ত হবে! জানালেন হু-এর প্রধান বিজ্ঞানী

পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতি বার বার জড়িয়েছেন বিতর্কে। বিডিও (BDO) অফিসের মধ্যে সরকারি কর্মীকে মারধর করা থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধেও। এবারে সরকারি অফিসের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে তার ছবি ভাইরাল হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। মালদার বিজেপি (BJP) সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ১১ বছরে গোটা রাজ্যের পাশাপাশি মালদাকেও বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে শাসক দল। ওদের অফিসে এটাই কালচার। পিস্তল আছে, খুঁজলে বোম এবং একে ৪৭ (AK 47) পাওয়া যেতে পারে। এটাই ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে। চাকরি চলে যাবার ভয়ে পুলিশ প্রশাসন চুপ করে আছে বলেও কটাক্ষ করেন তিনি।

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, সরকারি চেয়ারে বসে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করাটা সঠিক নয়। আগ্নেয়াস্ত্রটি খেলনা নাকি আসল তা পুলিশ তদন্ত করে দেখবে।

প্রসঙ্গত, দোরগড়ায় এখন পুরভোট। রাজ্যে সাজোসাজো রব। আর তার মাঝেই এহেন ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। একুশের ভোটের আগেও রাজ্যে আইন-শৃঙ্খলা এবং বারুদ-আগেয়াস্ত্রের অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। এরপর সম্প্রতি নোদাখালিতে অবৈধ বাজি তৈরি কারখানায় বিস্ফোরণকাণ্ডেও বারুদের স্থূপের উপরে বসে রয়েছে রাজ্য বলে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার পুরভোটে বিজেপির দাবি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর টহল ইস্যুতে আরও একধাপ এগিয়ে এই ঘটনা আরও উসকে দিল।

সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক পঞ্চায়েত প্রধানের দেওরের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি ভাইরাল হয়েছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তারও করে। আবার অত্যাধুনিক বন্দুক হাতে জেলার প্রথম সারির নেতার ছবি প্রকাশ্যে আসার পর পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর