'ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেছিল', নাগাল্যান্ড কান্ডে বিবৃতি অমিত শাহের - Bangla Hunt

‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেছিল’, নাগাল্যান্ড কান্ডে বিবৃতি অমিত শাহের

By Bangla Hunt Desk - December 06, 2021

নাগাল্যন্ডে ‘জঙ্গি সন্দেহে ভুল করে গুলি চালিয়েছে সেনা’,। নাগাল্যান্ডকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে এদিন কার্যত সাফাইয়ের সুর শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘নাগাল্যান্ডের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালায় সেনা। সেনা কনভয় লক্ষ্য করেও গুলি চলেছিল। আত্মরক্ষায় সেনার গুলিতে নিহত হন পাঁচ গ্রামবাসী। এর পুনরাবৃত্তি এড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার তদন্তে সিট গঠিত হয়েছে।’

আরো পড়ুন- Nagaland Firing: নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার, সফর বাতির তৃণমূলের প্রতিনিধিদের

নাগাল্যান্ডের ঘটনা যে ভুল ছিল তা কার্যত স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও এদিন সংসদে জানালেন তিনি।

সোমবার সংসদে অমিত শাহ ব্যাখ্যা করে জানান, শনিবার অর্থাৎ ৪ ডিসেম্বর একটি গাড়ি তীব্র গতিতে যাচ্ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটিকে আটকায়। কিন্তু, গাড়ি থামানো হয়নি। উলটে গাড়িটি আরও জোরে চালানো হয়। সেই সময় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়। গাড়িটিতে কোনও সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী ছিল কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। কিন্তু, সেনাবাহিনী বুঝতে পারেনি গাড়িতে স্থানীয় বাসিন্দারা ছিলেন। সেনা বাহিনীর সদস্যদের বুঝতে ভুল হয়েছিল, তাই তারা গুলি চালায়। সেই ঘটনায় গাড়িতে থাকা আটজন যাত্রীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। দু’জন আহত হয়। তাঁদের সেনাবাহিনীর সদস্যরাই স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে সেনা বাহিনীর সদস্যরা পরে জানতে পারে গাড়িতে কোনও সন্দেহভাজন ব্যক্তি ছিল না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর