শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সোমেও বৃষ্টির পূর্বাভাস - Bangla Hunt

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সোমেও বৃষ্টির পূর্বাভাস

By Bangla Hunt Desk - December 05, 2021

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার অবস্থান, পুরী থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং পারাদ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। তা এগোচ্ছে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ ঘণ্টায় গভীর নিম্নচাপ আরও দুর্বল হবে। রবিবার গভীর রাতে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূল হয়ে এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে গভীর নিম্নচাপটি সমুদ্রের উপর দিয়ে ১৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এগোচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবার, বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর