পায়ে অস্ত্রোপচার হল প্রিয়াঙ্কার, আপাতত হাসপাতালেই থাকছেন অভিনেত্রী - Bangla Hunt

পায়ে অস্ত্রোপচার হল প্রিয়াঙ্কার, আপাতত হাসপাতালেই থাকছেন অভিনেত্রী

By Bangla Hunt Desk - December 05, 2021

সুষ্ঠুভাবে সম্পন্ন হল প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার। শুক্রবার রাতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেত্রী। ওইদিন নিউটাউনের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শ্যুট করছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন অর্জুন চক্রবর্তীও। শ্যুটের মাঝেই আচমকা ঢুকে পড়ে একটি বেপরোয়া বাইক। সোজাসুজি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে। আহত দুই অভিনেতাকে তড়িঘড়ি একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অর্জুন ছাড়া পেয়ে গেলেও হাসপাতালেই থেকে যান প্রিয়াঙ্কা। পরবর্তীতে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই অভিনেতাকে।

হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছিল। ভাঙা পায়ে প্লেট বসানো হয়েছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেত্রীর পায়ের হাড় পরবর্তীতে জোড়া লাগলেও এই প্লেট খোলা যাবে না। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকরা তাঁকে নজরে রাখছেন বলেই খবর। জানা গিয়েছে, আরও দু’দিন হাসপাতালে পর্যবেক্ষনাধীন থাকবেন অভিনেত্রী। তবে আপাতত তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। এদিকে অর্জুনও চোট পেয়েছিলেন। কিন্তু, তাঁর জখম অতটা গুরুতর ছিল না। সেই কারণেই তাঁকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

কিন্তু, ঘেরা রাস্তায় বাইক ঢুকল কী ভাবে?

পুলিশ সূত্রের খবর, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্ত বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওইদিন রাতে ঘটনাটি এত দ্রুত ঘটে যে ওই ব্যক্তিকে পাকড়াও করার সুযোগ পাননি কেউই। মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় ওই গাড়ি চালক। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়। ওই বাইক চালকের খোঁজও শুরু করেছিল পুলিশ। তার খোঁজে তল্লাশি চালানো হয় এলাকাজুড়ে। অবশেষে শনিবার গ্রেফতার করা হয় সেই অভিযুক্ত বাইক চালককে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর