বিশ্বে দ্বিগুণ হারে বাড়ছে Omicron সংক্রমণ, ছড়িয়ে পড়েছে ২৩টি দেশে - Bangla Hunt

বিশ্বে দ্বিগুণ হারে বাড়ছে Omicron সংক্রমণ, ছড়িয়ে পড়েছে ২৩টি দেশে

By Bangla Hunt Desk - December 02, 2021

করোনাভাইরাস একের পর এক রূপ বদলাবেই, এই কথা আগেই জানিয়ে ছিলেন চিকিৎসকরা। আমরা যত সংক্রমণ ছড়াতে দেব, সে তত ছড়াবে, এমনই জানালেন বিশ্বস্বাস্থ্য সংস্থার অধিকর্তা। পাশাপাশি নতুন প্রজাতির ভাইরাস যে ক্রমশ তার জাল বিস্তার করছে তা নিয়েও সতর্ক করেছেন তিনি। জানা গিয়েছে, এই মুহূর্তে Omicron-এর ক্ষমতা এতটাই বেশি যে, দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ।

ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, বিদেশেদের জন্য বন্ধ সিকিমের দরজা

Omicron সংক্রমিত দেশের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট ২৩টি দেশে করোনাভাইরাসের নতুন প্রজাতি Omicron-র অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টে্ড্রস আধানম ঘাব্রেওয়াসাস। বুধবার এ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আগামী দিনে ওই সব দেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।’ জেনেভায় এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই ২৩টি দেশ থেকে নতুন প্রজাতির করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবেল ডিজিজেস (NICD)-র মহামারী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যাকসিন কিছুটা হলেও মোকাবিলা করতে সক্ষম হচ্ছে Omicron প্রজাতির করোনাভাইরাসকে। তবে এখনও পর্যন্ত ওই দেশে যতজনের নমুনা জিন সিকোয়েন্সিং-এর জন্য নেওয়া হয়েছিল, তার মধ্যে ৭৪ শতাংশের নুমনায় নয়া স্ট্রেনের হদিশ মিলেছে। মাত্র এক সপ্তাহের মধ্যেই নয়া স্ট্রেনে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার একাধিক নাগরিক। পাশপাশি জানা গিয়েছে, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়ে গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর