অনাস্থার পর নতুন প্রধান নির্বাচিত হলো বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে - Bangla Hunt

অনাস্থার পর নতুন প্রধান নির্বাচিত হলো বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে

By Bangla Hunt Desk - December 01, 2021

মালদাঃ অনাস্থা প্রস্তাব, তার জেরে তলবি সভা হয়েছিল আগেই। দলীয় সদস্যদের আনা অনাস্থায় অপসারিত হয়েছিলেন বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান রঞ্জিতা হালদার।মঙ্গলবার বিডিওর উপস্থিতিতে ওই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন। নতুন প্রধান হলেন রাণু বিশ্বাস রায়। দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন, নিজস্ব কোনও পরিকল্পনা নয়, দলের নির্দেশেই তিনি পঞ্চায়েত পরিচালনা করবেন।

১৯ আসনবিশিষ্ট মদনাবতী গ্রাম পঞ্চায়েতে বিরোধী কোনও সদস্য নেই। কিছুদিন আগে পঞ্চায়েত প্রধান রঞ্জিতা হালদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্য। তলবি সভায় ১৬-০ ভোটে অপসারিত হন রঞ্জিতাদেবী। আজ তাঁর চেয়ারে বসেছেন রাণু বিশ্বাস রায়। প্রধান নির্বাচিত হয়ে তিনি বলেন, ‘আগামী দিনে দল যা বলবে, সেটাই করব। মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।’

বামনগোলা ব্লক তৃণমূলের সহসভাপতি শ্যামল মণ্ডল বলেন, ‘এই পঞ্চায়েতে এর আগেও আমাদের প্রধান ছিলেন। আজও আমাদের প্রধান হয়েছেন। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন রাণু বিশ্বাস রায়। আশা করি, তিনি দলের কথামতো কাজ করবেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে মানুষের কাজ করে যাবেন।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর