আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রলপাম্পে তোলাবাজি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল যুব বিজেপি কর্মী! - Bangla Hunt

আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রলপাম্পে তোলাবাজি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল যুব বিজেপি কর্মী!

By Bangla Hunt Desk - November 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রলপাম্পে তোলাবাজি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল যুব বিজেপি কর্মী! অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পে তোলাবাজি করতে এসে কর্মীদের ভয় দেখান ও প্রাণনাশের হুমকিও দেন ওই যুব বিজেপি কর্মী। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিস।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়ায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অস্বস্তিতে বাঁকুড়ার পদ্মশিবির। ধৃত যুব বিজেপি কর্মীর নাম সাহেব রায়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শর্টার পিস্তল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন- দিনে-দুপুরে গুলি চালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দেওর, ভিডিও ভাইরাল

একুশের বিধানসভা নির্বাচনের সময়ে বাংলার প্রতিটি জেলায় জেলায় জলের মতো টাকা ছড়িয়েছিল বিজেপি। এমনকি ভিন রাজ্য থেকে ট্রাক ভর্তি করে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং নেশার জিনিস জেলার তরুণ সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে তৃণমূলসহ বিরোধী রাজনৈতিক দলগুলি।

বাঁকুড়া সহ জঙ্গলমহলের যে এলাকাগুলিতে বিজেপি গত লোকসভা নির্বাচনের সময় থেকে ভালো ফল করে চলেছে সেই এলাকাগুলিতে রাতারাতি একশ্রেণীর সদ্য যুবক বিপুল টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেছে বিজেপি নেতা সেজে। আজ তেমনই এক বিজেপি যুব নেতা পরিচয় দিয়ে পেট্রলপাম্পে তোলাবাজি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল।

পাম্পের কর্মীরা জানান, শুক্রবার দুপুরে শালতোড়ার পাবড়া গ্রামের একটি পেট্রোল পাম্পে বোতলে করে পেট্রোল নিতে যান স্থানীয় যুব বিজেপি কর্মী সাহেব রায়। পাম্পের কর্মীরা ওই পেট্রোল পাম্পের নিয়ম অনুযায়ী বোতলে তেল দিতে অস্বীকার করেন।

অভিযোগ, তখন নিজের কোমরের পিছন থেকে একটি ওয়ান শর্টার পিস্তল বের করে ভয় দেখাতে শুরু করে এবং টাকা চয় ওই যুব বিজেপি কর্মী। আতঙ্কে পাম্পের কর্মীরা জড়োসড়ো হলে ওই যুব বিজেপি কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে মেজিয়ার জেমুয়া থেকে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটি। অস্ত্র আইনে তার বিরুদ্ধে ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর