রাশিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫২ - Bangla Hunt

রাশিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫২

By Bangla Hunt Desk - November 26, 2021

রাশিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ! নিহত ৫২। নিহতদের মধ্যে ৬ জন উদ্ধারকর্মীও রয়েছেন। রাত পর্যন্ত ১১ জন শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় খনিতে ২৮৫ জন লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে অধিকাংশ জনকেই সময়মতো খনি থেকে বার করা সম্ভব হয়েছে।

বিগত পাঁচ বছরের মধ্যে রাশিয়ার কয়লা খনিতে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা। রাশিয়ার বার্তা সংস্থা TASS-এর মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, Listvyzhnaya কয়লা খনি থেকে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করার যায়নি। অনেকের দেহ এখনও ভেতরে পড়ে রয়েছে, সেগুলি বের করে আনার চেষ্টা করছে উদ্ধারকারীরা।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, একটি বৈদ্যুতিক ভেন্টিলেশন থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত খনির ভেতরে ছড়িয়ে পড়ে। সেখানে কয়লা থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় সম্পূর্ণ এলাকা। স্থানীয় চিকিৎসক টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়ায় বিষাক্ত গ্যাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এলাকাবাসী শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে।

ইতিমধ্যেই কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়লা খনিতে আগুন লাগার ফলে সৃষ্ট ভয়াবহ এই গ্যাসগুলির মধ্যে দাহ্য পদার্থ মিশে রয়েছে যা ফের বড় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেমেরোভো অঞ্চলে শুক্রবার থেকে রবিবার তিন দিনের শোকপালনের ঘোষণা করেছে। রাশিয়ান সরকার সরকার জানান, বিষয়টি তদন্ত করবে স্পেশাল ইউনিট এবং দোষী ব্যক্তিদের সাজা দেওয়া হবে। তদন্তে জানা যাবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে। আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর