দলবদল নিয়ে বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী - Bangla Hunt

দলবদল নিয়ে বিস্ফোরক বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

By Bangla Hunt Desk - November 26, 2021

নিজস্ব সংবাদদাতাঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এবার দলবদল নিয়ে দলের একাংশকে আক্রমণ করতে গিয়ে বলাগড়ের প্রাক্তন বিধায়কের নিশানায় মনোরঞ্জন। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে বলাগড়ের রাজনীতিতে। বুধবার দলবদল নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারী। সেখানে লেখেন যে দলের তরফে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ভোটের আগে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল তাঁদের কোনও অবস্থায় এই মুহূর্তে দলে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে যারা বিজেপিতেই ছিলেন, তাঁরা তৃণমূলে আসতে চাইলে লিখিতভাবে দলের কাছে আবেদন করতে হবে। সেই কাগজ উচ্চতম নেতৃত্বের কাছে পাঠাতে হবে। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তাঁরাই নেবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর