ইংরেজবাজারের বিজেপি বিধায়ক নিখোঁজ, 'সন্ধান চাই' বলে মানববন্ধন তৃণমূলের - Bangla Hunt

ইংরেজবাজারের বিজেপি বিধায়ক নিখোঁজ, ‘সন্ধান চাই’ বলে মানববন্ধন তৃণমূলের

By Bangla Hunt Desk - November 25, 2021

মালদা, ২৫ নভেম্বরঃ ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ , তার সন্ধান চেয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে মানববন্ধন করলো ইংরেজবাজার তৃণমূল ছাত্র-যুব কমিটি নেতাকর্মীরা। ওই সংগঠনের অভিযোগ বিধানসভা নির্বাচনের পর থেকে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের দেখা পাওয়া যায় নি। সাধারণ মানুষও বিধায়কের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারছে না। তাই বিজেপি বিধায়কের বিরুদ্ধে এরকম অভিনভ ভাবে প্রতিবাদ করে সোচ্চার হয়েছে ইংরেজবাজার তৃণমূল ছাত্র যুব নেতৃত্ব।

ওই সংগঠনের এক নেতা অর্পন সেন জানিয়েছেন, ইংরেজবাজারের বিজেপি বিধায়কের কোন খোঁজ নেই। মানুষ তার দেখা পাচ্ছে না। বিজেপি বিধায়ক যে নিখোঁজ তার সন্ধানে দাবি জানিয়ে অভিনব ভাবে আমরা একটা প্রতিবাদ করেছি। শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি ওই বিধায়কের খোঁজে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর