তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ৫ জন-সহ দু-হাজার শিক্ষক-শিক্ষিকা - Bangla Hunt

তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ৫ জন-সহ দু-হাজার শিক্ষক-শিক্ষিকা

By Bangla Hunt Desk - November 21, 2021

তৃণমূলে যোগ দিলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ৫ জন-সহ দু-হাজার শিক্ষক-শিক্ষিকা। রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা যোগ দিলেন তৃণমূলে। শাসক দলে মিশে গেল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। ডায়মন্ড হারবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিষপানকারী ৫ শিক্ষিকা-সহ ২ হাজার শিক্ষিকা আজ তৃণমূলের যোগ দিয়েছেন। সংগঠনের লক্ষাধিক সদস্যই শাসক দলে, দাবি শিক্ষক সংগঠনের।

শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর ঐকান্তিক প্রচেষ্টায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সংগঠনের সদস্যরা। আজ ডায়মন্ড হারবারে একটি জনসভায়, শিক্ষা মন্ত্রীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিকাশ ভবনের সামনে বিষপানকারী ৫ জন শিক্ষিকা এবং সঙ্গে আরও অনেক সদস্য-সদস্যারা।

এদিন উপস্থিত ছিলেন, রাজ্যসভার মাননীয় সাংসদ শুভাশিস চক্রবর্তী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, মাননীয় বিধায়ক অশোক দেব প্রমুখ।

তৃণমূলে যোগ দেওয়ার পর শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেন, “পেশাগতভাবে লড়াই করেছিলাম। আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। সরকার বলেছে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে আসতে। দাবি ন্যায্য হলে অবশ্যই দেখা হবে। হঠকারী আন্দোলন করেছিলাম তা বুঝেছি। বিজেপি, বামপন্থী ও অন্যান্য দলগুলি ফায়দা লুটেছে। সংবাদমাধ্যমের সামনে পাশে থাকার কথা বললেও কাউকেই আমরা পাশে পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম। বুধ বা বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সময় দিয়েছেন। ওইদিন আলোচনা হবে।” আন্দোলনকারী শিক্ষিকাদের গলাতেও একই সুর। পেশার স্বার্থে হঠকারী সিদ্ধান্তে আন্দোলন করেছিলেন বলেই দাবি তাঁদেরও।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের (SSK) পাঁচ শিক্ষিকাকে বহু দূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষাদপ্তর। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষাদপ্তরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর