লিবিয়া উপকূল থেকে ৩০২ শরণার্থীকে উদ্ধার - Bangla Hunt

লিবিয়া উপকূল থেকে ৩০২ শরণার্থীকে উদ্ধার

By Bangla Hunt Desk - November 20, 2021

লিবিয়া উপকূল থেকে ৩০২ শরণার্থীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার শুক্রবার একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার

আরো পড়ুন- আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো

জাতিসংঘ শরণার্থী সংস্থার টুইটার বার্তায় বলা হয়, গত রাতে সাগরে তিন দফা অভিযান চালিয়ে ৩০২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫০ নারী ও ২২ শিশু রয়েছে।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক রেডক্রস তরফে উদ্ধারকারি শরণার্থীদের ত্রাণ সামগ্রী ও ঔষধপত্র দেওয়া হয়।

২০১১ সালে লিবিয়ার প্রয়াত নেতা মোয়াম্মের গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি নিরাপত্তাহীনতার ও বিশৃংখলার ভুগছে। এ কারণেই সেখানকার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাঁড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর