আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের - Bangla Hunt

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

By Bangla Hunt Desk - November 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল সেই ব্ল্যাক প্যান্থারের। ২০২০ সালের জানুয়ারী মাসের পর আবারও ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থার।

আরো পড়ুন- বাজারে এল Royal Enfield-এর সবথেকে সস্তার বাইক, জেনে নিন দাম

বন দফতর সূত্রে খবর, জঙ্গলের কোর এরিয়ায় একটি পূর্ণবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের তিনটি ছবি বন্দি হয়েছে ট্র্যাপ ক্যামেরায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) পরভীন কাসওয়ান জানিয়েছেন, ‘ব্ল্যাক প্যান্থার পাওয়া বক্সার জঙ্গলে জীব বৈচিত্র্য প্রমাণ করল। আমরা মাঝেমধ্যে ব্ল্যাক প্যান্থার দেখতে পাই। এ নিয়ে তৃতীয়বার দেখা গেল।’

আদতে এই ব্ল্যাক প্যান্থাররা লেপার্ড। জিনগত কারনে কিছু কিছু লেপার্ড কালো হয়। বৈজ্ঞানিক ভাবে এদের ‘ম্যালিনেস্টিক’ লেপার্ড বলা হয়। ওই কালো বর্ণের সঙ্গে মানব দেহে শ্বেতী রোগের মিল রয়েছে বলে জানাচ্ছেন বন্যপ্রাণি বিশেষজ্ঞরা। তবে অদ্ভুত দর্শন হওয়ার কারনে দিনের আলোতে এদের দেখা প্রায় পাওয়াই যায় না। রাত নামতেই শিকারের খোঁজে বের হয় ব্ল্যাক প্যান্থাররা। তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন্ নির্দিষ্ট জায়গায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে, তা নিরাপত্তার স্বার্থেই জানাতে চায়নি বনদপ্তর। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বিরল দর্শন বন্যপ্রাণির ছবি প্রকাশ করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর