খোদ বিজেপির রাজ্য সভাপতির জেলাতেই এবার বিজেপিতে ভাঙন - Bangla Hunt

খোদ বিজেপির রাজ্য সভাপতির জেলাতেই এবার বিজেপিতে ভাঙন

By Bangla Hunt Desk - November 13, 2021

বালুরঘাটঃ খোদ বিজেপির রাজ্য সভাপতির জেলাতেই এবার বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দিল জেলা কমিটির সদস্য সুদীপ বিশ্বাস সহ বেশ কিছু বিজেপি সদস্য।

আরো পড়ুন- শুভেন্দুর খাসতালুকে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত BJP বিধায়করা, বাড়ছে বেসুরো-জল্পনা

পাশাপাশি তপন ব্লকের বিজেপি ও বামদের জোট পরিচালিত ৭ নং রামচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ ১৯ জন সদস্যই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকান্ডের অনুপ্রানীত হয়ে তৃনমুলে যোগ দিল। পঞ্চায়েতটি বিজেপির হাত ছাড়া হওয়ায় জেলায় বিজেপির রক্তক্ষরন আরো তীব্র হলো। এমনিতেই বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তৃনমুল ক্ষমতায় আসার পর অনান্য জেলার মত এই জেলাতেও বিজেপি ছাড়ার হিড়িক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। আজ তা অন্যমাত্রা পেল। কিন্তু এই জেলার সাংসদ বর্তমানে খোদ রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর জেলায় এই ধস তার কাছে বড় সড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। যদিও জেলা বিজেপির তরফে বিষয়টি তাদের জানা নেই বলে জানানো হয়েছে।

শনিবার বিকেলে বালুরঘাট শহরের কাঠালপাড়া এলাকায় জেলা তৃনমুলের কার্যালয়ে দলের সভাপতি উজ্জ্বল বসাকের উপস্থিতিতে বিজেপি ও বাম জোট পরিচালিত তপন ব্লকের ৭ নং রামচন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান শেফালী রায় উপপ্রধান রশেন বর্মন সহ আরো ৬ জন সদস্য তাদের নিজ দল যথাক্রমে বিজেপি, বাম, ও কংগ্রেস ছেড়ে তৃনমুলে যোগ দেন। এদের পাশাপাশি বিজেপি দলের জেলা কমিটির সদস্য সুব্রত বিশ্বাস সহ ওই অঞ্চলের প্রায় হাজার বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃনমুল কংগ্রেসে যোগ দেন। এদের হাতে দলীয় পতাকা তুলেদেন জেলা তৃনমুলের সভাপতি ও অনান্য নেতৃবৃন্দ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর